বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতির মুক্তি দাবি

  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৭২ বার পঠিত

আচরণবিধি লঙ্ঘন করে গ্রেফতার নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনের মুক্তির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

শনিবার সকালে নরসিংদী জেলা প্রেস ক্লাবের সামনে জেলা, উপজেলা ও শহর ছাত্রলীগের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি রিমনকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি জানানো হয়। অন্যথায় মহাসড়ক অবরোধের হুমকি দেওয়া হয়। কর্মসূচিতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনসহ নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে একটি মতবিনিময় সভায় নরসিংদী-১ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দেন জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন।

নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক সদর মডেল থানায় রিমনের বিরুদ্ধে মামলা করেন। একই সঙ্গে নির্বাচনি অনুসন্ধান কমিটির সদস্য নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদুর রহমান নাহিদ তাকে কারণ দর্শানোর নোটিশ দেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার ঢাকার নিউমার্কেট থেকে রিমনকে গ্রেফতার করে নরসিংদী গোয়েন্দা পুলিশ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর