আসন ভাগবাটোয়ারায় বাদ পড়ছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, এমন গুঞ্জন ছিল নেতাকর্মী থেকে জনসাধারণে। অবশেষে বিকেলে আশ্বস্ত হলেন হাবিবুর রহমান হাবিব । সমঝোতায় নৌকার প্রার্থী প্রত্যাহারের গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে টিকে রইলেন তিনি। সিলেট-৩ আসন সমঝোতায় জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানকে জোটের ব্যানারে প্রার্থী করার দরকষাকষি চলছিল। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানকে মনোনয়ন প্রত্যাহার করানোর কথা আওয়ামী লীগের। এ নিয়ে দিনভর নানা গুঞ্জন চলে সিলেটে। রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু শেষ পর্যন্ত সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়ন প্রত্যাহার করানো হয়নি। রোববার প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন থেকে ৬ জন সরে দাঁড়িয়েছেন। সিলেটের জেলা রিটার্নিং কর্মকর্তার ও জেলা প্রশাসকের কাছে তারা মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট-২ আসনে ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সোহেল, জাকের পার্টির সিলেট-১ আসনের আব্দুল হান্নান, সিলেট-২ আসনে মো. ছায়েদ মিয়া, সিলেট-৪ আসনের আলী আকবর এবং সিলেট-৫ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী কয়সর আহমদ কাওছার মনোনয়ন প্রত্যাহার করে নেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।