শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে কথিত সাংবাদিক হাসানের চাঁদাবাজ সিন্ডিকেট!

  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১২২ বার পঠিত

• সমঝোতা না হলে দিনের পর দিন সংবাদ প্রকাশ

এনামুল হক দীপুঃ

সাংবাদিক পরিচয়ে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে সমঝোতার নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে আহসান উল্লাহ হাসান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কথিত ওই সাংবাদিক বিভিন্ন পত্রিকার ভুয়া আইডি কার্ড ব্যবহার করে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে হুমকি দিয়ে চাঁদা আদায় করেন। এছাড়া অভিযুক্ত ব্যক্তি নিজেকে ভূইফুড় অপরাধ বিচিত্রা নামে একটি পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেন।

ব্যবসায়ীদের অভিযোগ, আহসানউল্লাহ হাসানের নেতৃত্বে সাংবাদিক পরিচয়ে সংঘবদ্ধ কয়েকটি চক্র সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হয়রানি করে আসছে। চক্রটি ভুক্তভোগীদের কোম্পানির নামে প্রথমে মিথ্যা সংবাদ প্রকাশ করে এরপর আর কোন সংবাদ হবেনা বলে নির্দিষ্ট পরিমাণ চাদার টাকা দাবি করে আর সেই টাকা না দিলেই শুরু হয় ধারাবাহিক ভাবে মিথ্যা সংবাদ প্রচার এবং ফেসবুক পোষ্ট । পরে এসব নিউজের প্রেক্ষিতে বিভিন্ন দপ্তর থেকে চিঠি পাঠিয়ে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। সেই টাকা কথিত সাংবাদিকরা মিলে ভাগ-বাটোয়ারা করে নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নামসর্বস্ব একটি পত্রিকায় কথিত সাংবাদিক আহসানউল্লাহ হাসান প্রকাশ করেন। এরপর ভয়ভীতি দেখিয়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর আবার আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এই চক্রটি বিভিন্ন সময় সাধারণ মানুষদের টার্গেট করে সংবাদ প্রকাশের ভয়ভীতি দেখিয়ে ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি, কারখানা থেকে নিয়মিত চাঁদাবাজি করেন। এরই মাঝে হাসান ভুক্তভোগীর আইনি পদক্ষেপের বিষয় আঁচ করতে পেরে নামসর্বস্ব পত্রিকায় সংবাদ প্রকাশ করেন।

কথিত ভুয়া সাংবাদিকদের বিষয়ে র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আসলে এসকল ভুয়া হলুদ সাংবাদিক পরিচয় দানকারিদের ব্যাপারে আমরা প্রায়ই অভিযোগ পেয়ে থাকি এবং তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযোগের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব । মহানগর গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা
বলেন,কাউকে হয়রানি এবং কারও কাছ থেকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিলে তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর