গত ০৫ ফেব্রুয়ারি দৈনিক কালবেলা পত্রিকায় “ভাই ভাই গ্রুপের কবজায় রাজউকের ১২১ প্লট” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে । সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যাহা, সম্পূর্নরূপে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। অত্র এলাকায় “ ভাই ভাই গ্রুপ ” নামে কোনো গ্রুপের অস্তিত্ব নেই। প্রচারিত সংবাদে আমার পিতাকে জড়িয়ে উল্লেখ করা হয়েছে যে, তিনি “দেন দরবার করে এলাকা থেকে মোটা অংকের টাকা আদায় করেন” যা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমার পিতা সর্বজন শ্রদ্ধেয়, এলাকার দানবীর হিসেবে পরিচিত তাছাড়াও তিনি প্রতিষ্ঠাতা মোতওয়াল্লী: বাইতুল হামদ জামে মসজিদ, রওজাতুল হাসান মাদ্রাসা ও এতিমখানা, মোতওয়াল্লী: বাইতুল সালাম জামে মসজিদ,সভাপতিঃ বাইতুর রহমান জামে মসজিদ, প্রধান উপদেষ্টাঃ দক্ষিণ বারিধারা সোসাইটি কল্যান ট্রাস্ট, গুলশান হেলথ ক্লাব এর ই.সি মেম্বার এবং আমার পিতার নামে যে রাস্তার নামকরণ করা হয়েছে তা আমি কাউন্সিলর নির্বাচিত হওয়ার আগেই রাজউকের সঠিক নিয়মে হয়েছে যা,উদ্বোধন করেছিলেন তৎকালিন রাজউক চেয়ারম্যান। আমার ভাই ও ভগ্নিপতি কে জড়িয়ে বলা হয়েছে, “ভাই আলমগীর করেন জমি দখল” ও “এই গ্রুপের চাঁদাবাজির প্রধান কাউন্সিলর জাহাঙ্গীরের বোনজামাই শিমুল” অথচ, তারা স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত স্বনামধন্য ব্যবসায়ী। আমি সহ আমার পরিবার সর্বদা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ও দখলের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। ৩৭ নং ওয়ার্ডের সম্পূর্ন এলাকাজুরে চাঁদাবাজ, সন্ত্রাস,মাদক ও সরকারী ভূমি দখলের বিরুদ্ধে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরসহ সতর্র্কীকরণ সাইন বোর্ডটানিয়ে দেওয়া রয়েছে। মসজিদে দাড়িয়ে ৩৭ নং ওয়ার্ডবাসীর কাছে শপথ করি যে, সরকারী বরাদ্দকৃত একটি দানাও আমি স্পর্শ করব না এবং কোনো অনৈতিক কাজের সাথে জড়িত হবো না। মূলত সামনে দলীয় কমিটিকে কেন্দ্র করে এলাকার চিহ্নিত অপরাধী, মাদক ব্যাবসায়ি চোরাকারবারী, ভূমিদস্যু ও বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এমদাদ ওরফে রিকশা এমদাদ এই অপপ্রচার চালিয়েছে। একটি স্বার্থান্বেষী মহলের অপকর্মের প্রতিবাদেই মূলত সাংবাদিককে মিথ্যা তথ্য প্রদান করে এ সংবাদের অবতারণা করা হয়েছে। আমাকে সমাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য এই চক্রটি দীর্ঘদিন যাবৎ পায়তারা করে আসছে। দৃঢ় প্রত্যয়ের সাথে ব্যক্ত করছি যে, পত্রিকায় উল্লেখিত সংবাদে আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন, বানোয়াট, ও উদ্দেশ্য প্রনোদিত, যাহা আমাকে সামাজিক ও রাজনেতিকভাবে হেয় প্রতিপন্ন করা ও আমার মানসম্মান ও পারিবারিক ঐতিহ্যে আঘাত এনেছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সমূহ যদি সামান্যতমও সত্য বলে প্রতিয়মান হয় তাহলে দলীয় পদপদবী ও কাউন্সিলর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবো ।