শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

ভালো পারফরম্যান্স করেও আড়ালে থেকে যান তাইজুল

  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬৮ বার পঠিত

তাইজুল ইসলামের খেলাটা যেন সাকিব আল হাসানের না-খেলার ওপর নির্ভর করে। সাকিব থাকলে নেই, সাকিব না থাকলে তাইজুল আছেন। তবে যখনই সুযোগ পান নিজেকে উজাড় করে দেন তাইজুল। সাকিবের পর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তিনি। সামনে সাকিবের খুব বেশি টেস্ট খেলা সম্ভাবনা নেই। তাই এখন থেকে হয়তো নিয়মিত তাইজুলকে টেস্টে দেখা যাবে। সিলেট টেস্টের মাঝে সাকিবের সঙ্গে কথা হয়েছে তাইজুলের। তামিমও তাকে ফোন দিয়েছিলেন। তাইজুল বলেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে গতকালও (শুক্রবার) ফোনে কথা হয়েছে। সাকিব ভাই ফোন দিয়েছিলেন। তামিম ভাইয়ের সঙ্গেও কথা হয়েছে। তার সঙ্গে আমার নিয়মিত কথা হয়। তাকে আমি ব্যক্তিগতভাবে আমার বড় ভাইয়ের মতো মনে করি।’

সাকিব না খেললে সেই ম্যাচে আরও ভালো করেন তাইজুল। সাকিবের সঙ্গে খেলা ২৪ ম্যাচের ৪৫ ইনিংসে ৩২.১৬ গড় ও ৬৬.৭ স্ট্রাইক রেটে তাইজুল নিয়েছেন ৯৩ উইকেট। আর সাকিব খেলেননি এমন ১৯ ম্যাচের ৩১ ইনিংসে তিনি ৩০.৭১ গড় ও ৫৯.৮ স্ট্রাইক রেটে নিয়েছেন ৯৪ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার শেষ হওয়া সিলেট টেস্টে ক্যারিয়ারে দ্বিতীয়বার ১০ উইকেট নিয়েছেন তাইজুল। এক মালী হয়ে ১০টি ফুল ফোটালেন। টেস্টে ইনিংসে ১২ বার নিলেন পাঁচ উইকেট। সিলেটে ম্যাচ জিতে বাংলাদেশ সেভাবে উদযাপন করেনি। তাইজুল জানান, সিরিজ জিতে উদযাপন করতে চান তারা। তাইজুল বলেন, ‘বড় কিছু পেলে তখন উদযাপন হবে। আমরা যে আজ (শনিবার) উদযাপন করিনি’ তা নয়। অবশ্যই করেছি, মাঠে ড্রেসিংরুমে সব জায়গাতে। কিন্তু একটা জিনিস কী, আমরা সিরিজ জয়ের জন্য অপেক্ষা করছি। যেন আরও ভালো কিছু পাই।’

ভালো পারফরম্যান্স করেও বরাবরই আড়ালে থেকে যান তাইজুল। বরাবরই তিনি আলো নিজের দিকে টেনে আনেন। সাদা পোশাকে তাইজুল হলেন-‘খেয়া পারের মাঝি’। শেষ ব্যাটার ইশ সোধিকে ফিরিয়ে তিনি নিজের দশম উইকেট নেন।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর