দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৬ দিন। এমন অবস্থায় চট্টগ্রাম-১৬ (বাশখালি) আসনের নির্বাচন বানচালের লক্ষ্যে লিফলেট বিতরনসহ নানামুখি কার্যক্রম পরিচালনা করছেন স্থানীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম আব্দুল হক।
বাশখালি থানার ওসি তোফায়েলের পরোক্ষ মদদে বিএনপি নেতা আব্দুল হক নির্বিঘ্নে এ কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ স্থানীয় আওয়ামীলীগ নেতাদের। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি তোফায়েল আহমেদ।
স্থানীয় আওয়ামীলীগ নেতা ফজলুল হক লাল মিয়া বলেন, বিএনপি নেতা আব্দুল হক তাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই আসনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি নীল নকশা করছে। আব্দুল হকের ব্যাপারে প্রশাসনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। অধিকন্ত ওসি তোফায়েল বিএনপি নেতা আব্দুল হককে সহায়তা করছেন। এছাড়াও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপির পক্ষ নিয়ে ওসি নিজে প্রকাশ্যে কাজ করছেন। যা অন্যায়। ওসি তোফায়েল আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করছেন, বিএনপি নাকি ঈগল মার্কা প্রার্থীর ?
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগের প্রবীণ একজন নেতা বলেন, স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের অবস্থা খুবই খারাপ। এই মুজিবুর শীতকালের অতিথি পাখির ন্যায় বাশখালিতে এসেছেন নৌকা ডুবিয়ে অন্য প্রার্থীকে জেতাতে। সাধারন ভোটারদের দাবি অবিলম্বে আব্দুল হককে আইনের আওতায় আনা হোক এবং ওসি তোফায়েল পেশাগত দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় রাখুক।
এ বিষয়ে বাশখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তোফায়েল আহমেদ বলেন, আব্দুল হকের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা লিখিত অভিযোগ নেই। একারণে তাকে গ্রেপ্তার করার সুযোগ আছে কীনা প্রশ্ন ওসির।