শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

ঢাকা-১৮ আসন: পৌরকর খেলাপি হওয়ায় খসরু চৌধুরীর প্রার্থিতা বাতিলের দাবি

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ বার পঠিত

পৌরকর খেলাপি হয়েও হলফনামায় তথ্য গোপন করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ (উত্তরা-খিলক্ষেতসহ আশপাশ এলাকা)-এর স্বতন্ত্র প্রার্থী মো. খসরু চৌধুরী। যিনি কেটলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১২(১) অনুচ্ছেদ লঙ্ঘনের দায় চূড়ান্ত প্রার্থী তালিকা হতে খসরুর প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী এস. এম তোফাজ্জল হোসেন। তিনি বিষয়টি তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন । জানা গেছে, তথ্য-প্রমাণ সহকারে এস. এম তোফাজ্জল হোসেন নির্বাচন কমিশনে অভিযোগে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪-এর সংসদীয় আসন-১৯১, ঢাকা-১৮ এর বৈধ প্রার্থী তালিকায় বৈধ ঘোষিত স্বতন্ত্র প্রার্থী মো. খসরু চৌধুরী, যাহার প্রতীক কেটলি। ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১২(১) অনুচ্ছেদের ‘ড’ ধারার উপ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তিগতভাবে মনোনয়নপত্র দাখিলের সাত দিন পূর্বে প্রদেয় সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোনো সরকারি সেবাদানকারী সংস্থার বিল পরিশোধ করতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে তিনি প্রার্থী হিসেবে অযোগ্য হবেন’।
কিন্তু উক্ত স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরী, হোল্ডিং নং-৫০, রাতুটি উত্তরখান (নিপা গার্মেন্টস )-এর মালিক। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঢাকা উত্তর সিটি করপোরেশনের হোল্ডিং-৫০নং রাতুটি উত্তরখান নিপা গার্মেন্টস-এর বকেয়া পৌরকর ৬,৩৫,৯৬,৫২৮/- টাকা খেলাপি রয়েছে। তাই যেহেতু উক্ত স্বতন্ত্র প্রার্থী সরকারি সেবাদানকারী সংস্থা ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর একজন পৌরকর খেলাপি এবং উক্ত তথ্য তার প্রদত্ত হলফনামায় গোপন করেছেন। তাই তার প্রার্থিতা চূড়ান্তভাবে বৈধ ঘোষিত প্রার্থী তালিকা হতে বাতিল হওয়া আবশ্যক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর