শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা করে ‘আসামি ছিনতাইয়ের’ অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৭৩ বার পঠিত

চট্টগ্রামে দলবল নিয়ে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মোজাম্মেলের বিরুদ্ধে।

শনিবার রাত ১১টার দিকে আনোয়ারার টানেল রোডের মুখে ভোজনবাড়ি রেস্টুরেন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন কর্ণফুলী থানার ওসি জহির হোসেন।

 

তিনি বলেন, শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়। শনিবার রাতে টানেল রোডের মুখে ওই মামলার অন্যতম আসামি মোজাম্মেলের অবস্থান জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালায়। “মোজাম্মেলকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেলের নেতৃত্বে কয়েকশ’ লোকজন এসে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা লাঠিসোটা দিয়ে হামালা ও ইটপাটকেল নিক্ষেপ করে।সেখান থেকে ফেরার পথে আনোয়ারার চাতুরি চৌমুহুনী এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে আবার তারা পুলিশের ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করে।” পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এদিকে রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ঘটনাস্থলে আনোয়ারা ও কর্ণফুলী থানা পুলিশের সদস্যররা অবস্থান করছিলেন।

 

এর আগে নতুন অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে শুক্রবার বিকালে মিছিল করার সময় আনোয়ারার কাফকো-সংলগ্ন সেন্টার এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত দশজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরীর অনুসারীরা বাজেটকে স্বাগত জানিয়ে বিকালে বন্দর কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশের ডাক দেয়। একই সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হকের অনুসারীরাও কর্মসূচি পালন করতে গেলে দুই পক্ষের মধ্য সংঘর্ষ বাঁধে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর