গত শুক্রবার সকাল ৯টায় সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল বিশ্বম্ভপুর উপজেলার চৌরাস্তা বাজার ও বেলা ১১টায় চরগাঁও ঈদগাহ মাঠে রিপোর্টার্স সোসাইটির আয়োজনে ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদারের সৌজন্য সহযোগিতায় উপজেলার ২০০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিপোর্টার্স সোসাইটির সভাপতি কায়েস আহমেদ সেলিম ।
আরও উপস্থিত ছিলেন বিবিসির সাবেক বাংলাদেশ প্রধান শাকিল বিন মোস্তাক , একুশে টেলিভিশনের সাবেক চীফ রিপোর্টার এম সেকান্দার , দৈনিক কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার হাসিব, নিউজ টুয়েন্টি ফোর টিভির সামজিদ সোহাগ , এশিয়ান টিভির মন্ডল এনাম , বসুন্ধরা টিভির ইব্রাহিম শেখ, প্রতিদিনের খবরের মো. হুমায়ুন কবির, বিডিসি নিউজের মো. মিজান মোল্লা, রুপালি বাংলাদেশের এআর মনির, সাংবাদিক পলাশ, দীপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলার ধনপুর , চৌরাস্তা, রহিরপার, গুলগাঁও, চরগাওঁ, চান্দগাঁও গ্রামের গরিব অসহায় ও দুস্থ কর্মহীন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে রিপোর্টার্স সোসাইটির সভাপতি কায়েস আহমেদ সেলিম বলেন, দেশে এখন তীব্র শীত। পাশাপাশি ঘন কুয়াশায় কারণে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সবার উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। যেমন এই মহতী উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেশ বরেণ্য ব্যাবসায়ি নতুন ব্যবসায়ি তৈরির কারিগর সর্বজন শ্রদ্ধেয় নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার । আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।